করোনা আক্রান্ত ভাইস প্রেসিডেন্টকে দেখতে গেলেন ইরানি কর্মকর্তারা?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৫ মার্চ ২০২০

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার এবং উইবোতে একটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে পোস্ট করা এই ছবির ক্যাপশনে বলা হচ্ছে, ইরানের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা করোনাভাইরাসে সংক্রমিত দেশটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে হাসপাতালে দেখা করেছেন। তবে এ সময় ওই সরকারি কর্মকর্তারা কোনও ধরনের স্বাস্থ্য সুরক্ষামূলক ব্যবস্থা নেননি।

এই ছবিটি নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হওয়ার পর ফরাসী বার্তাসংস্থার ফ্যাক্টচেক শাখা বিস্তারিত অনুসন্ধান চালিয়েছে। তাদের এই অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রকৃত তথ্য। এএফপি বলছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের যে ছবিটি ভাইরাল হয়েছে; সেটি ২০১৪ সালের। ছবিটি চীনের উহান থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পাঁচ বছর আগের। ওই সময় দেশটির ভাইস প্রেসিডেন্ট মাসোমেহ এবতেকার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।

jagonews24

চীনে নিযুক্ত ইরানি দূতাবাস উইবোতে ছবিটি পোস্ট করে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। ইরানি এই ছবি গত ২৯ ফেব্রুয়ারি ফেসবুকে পোস্ট করেন এক ব্যক্তি। তার পোস্ট করা এই ছবিটি শেয়ার হয়েছে অন্তত ৮৬ বার।

ছবির ক্যাপশনে চিরায়ত চীনা ভাষায় যা বলা হয়েছে, অনুবাদ করলে তার অর্থ দাঁড়ায় নভেল করোনাভাইরাসে চিকিৎসাধীন ইরানের ভাইস প্রেসিডেন্টকে দেখতে হাসপাতালে যান দেশটির সরকারি উচ্চপদস্থ আট কর্মকর্তা। এই কর্মকর্তাদের কেউই মাস্ক পরেননি; তাদের সবাই কি করোনাভাইরাসে সংক্রমিত হবেন না?

jagonews24

ফেসবুকে দেয়া সেই পোস্টের স্ক্রিনশট দেখুন :

ইরানে এখন পর্যন্ত প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯২২ জন। দেশটিতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মারা গেছেন ৯২ জন। দেশটির ১২তম ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার-সহ আরও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংক্রমিত হয়েছেন।

একই দাবি জানিয়ে ছবিটি শেয়ার হয়েছে ফেসবুক, টুইটারউইবোতে

কিন্তু আসলে এই ছবিটি ভুয়া। ২০১৪ সালে এই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম প্রকাশিত হয়েছিল; যা করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর ৫ বছরের বেশি সময় আগের। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলে রিভার্স ইমেজ সার্চ করলে একটি ছবি পাওয়া যায়; যা ২০১৪ সালের এপ্রিলে ইরানের দৈনিক বাহারে প্রকাশিত হয়েছিল

jagonews24

এই দৈনিকের প্রতিবেদনের প্রথম প্যারায় বলা হয়েছে, গাড়ি দুর্ঘটনায় আহত ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশ অধিদফতরের প্রধান মাসোমেহ এবতেকারকে হাসপাতালে দেখতে যান ফাতেমেহ হাশেমি। হাসপাতালে গিয়ে এক্সপিডিয়েন্সি কাউন্সিলের প্রধান শুভ কামনা পৌঁছে দেন তিনি। একই সঙ্গে চিকিৎসার খোঁজ-খবর নেয়ার পর ভাইস প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় অন্যান্য ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রী এবং পরিবেশ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।