ট্রাম্পের সঙ্গে হাত মেলানো ব্রাজিল প্রেসিডেন্ট সচিবের করোনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৯ এএম, ১৩ মার্চ ২০২০

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রেসসচিব ফ্যাবিও ওয়াজনগার্টনের করোনাভাইরাস ধরা পড়েছে। এ ঘটনায় ব্রাজিলের প্রেসিডেন্টের স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হচ্ছে।

বৃহস্পতিবার সিএনএন জানিয়েছে, প্রেস সচিবের করোনা আক্রান্তের খবরে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোও স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। শুক্রবার ট্রাম্প তার সম্পর্কে খোঁজ নেবেন বলে জানা গেছে।

মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের সঙ্গে হাত মিলিয়েছিলেন ফ্যাবিও ওয়াজনগার্টন। সম্প্রতি তিনি ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে ফ্যাবিও ওয়াজনগার্টন ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারোর সঙ্গে ছিলেন। সে সময় তারা দুজন ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নেন এবং পরস্পর হাত মেলান।

এদিকে করোনা আতঙ্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক সপ্তাহ ধরে নিজের মুখে হাত দেয়াও বন্ধ করে দিয়েছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।