করোনাভাইরাসে ভারতে আরও একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২০ এএম, ১৪ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রতিবেশী দেশ ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ ভাইরাসে এই নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দিল্লির এক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই নারীর বয়স ৬৬ বছর।

তিনি পশ্চিম দিল্লির বাসিন্দা। সম্প্রতি সুইজারল্যান্ড ও ইতালি থেকে তিনি দেশে ফিরেছেন। তার সন্তানও করোনাভাইরাসে আক্রান্ত।

গত ৯ মার্চ তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষায় তার শরীরে করোনা শনাক্ত হয়। পরবর্তী তার শারীরিক অবস্থা গুরুতর হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

এর আগে, বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে প্রথম রোগীর মৃত্যু হয়।

উল্লেখ্য, ভারতে এখন ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস। এতে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৩৭৪ জনের। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৯২০ জন। বাংলাদেশে এখন পর্যন্ত এ ভাইরাসে তিন জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

এফআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।