স্লোভেনিয়ায় করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১৮১
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ইউরোপের দেশ স্লোভেনিয়ায় একজনের মৃত্যু হয়েছে। নতুন করে এতে আক্রান্ত হয়েছে ৪০ জন। সবমিলিয়ে দেশটিতে এখন পর্যন্ত ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
স্লোভেনিয়াতে কোনোভাবেই করোনাভাইরাসের বিস্তার রোধ করা যাচ্ছে না, বরং এখন রাজধানী লুবলিয়ানা ছাড়িয়ে কপার, নোভা গোরিছা, ম্যাটলিকা, পোস্তোয়ানা এমনকি অস্ট্রিয়ার সীমান্তবর্তী শহর মারিবোরেও এর সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে স্লোভেনিয়ার সরকার পার্শ্ববর্তী রাষ্ট্র ইতালির সঙ্গে সাময়িকভাবে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছে এবং অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিশেষ মেডিকেল টিম স্থাপন করেছে। এছাড়া পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র থেকে স্লোভেনিয়াতে যানবাহন প্রবেশের ক্ষেত্রেও কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যার প্রভাবে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বিশেষ করে গত শুক্রবার স্লোভেনিয়া ও ক্রোয়েশিয়ার সীমানায় প্রায় ১৮ ঘণ্টার মতো ট্রাকের জট বিরাজমান ছিল।
এদিকে কারও শরীরে কোভিড-১৯ সংক্রমণ হলে তৎক্ষণাৎ ১১২ কিংবা ০৮০১৪০৪ এ দুটি নম্বরের যেকোনো একটিতে যোগাযোগ করার জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রভাবে স্লোভেনিয়ার মানুষের জীবনে চরম বিপর্যয় নেমে এসেছে। রাজধানী লুবলিয়ানার বাইরে অন্যান্য শহরগুলোতে বিভিন্ন সুপারশপ যেমন- মার্কাটোর, লিডল, হফার এ ধরনের বিভিন্ন চেইনশপগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক সময় পর্যাপ্ত সরবারহ পাওয়া যাচ্ছে না এবং বিভিন্ন শ্রেণির মানুষের উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে।
দেশটির পর্যটন খাতেও বিশাল এক ধস নেমে এসেছে। লুবলিয়ানা ক্যাসেলের মতো গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্রকে সাময়িকভাবে বন্ধ করে রাখতে হচ্ছে। এমনকি পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত লুবলিয়ানাতে সকল মিউজিয়াম আর আর্ট গ্যালারি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সর্বশেষ খবর অনুযায়ী, বিশ্বের ১২৩টি দেশের ১ লাখ ৫৫ হাজার ৮৬২ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৮১৫ জনে। এরই প্রেক্ষিতে গত ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে প্যানডেমিক (বিশ্বের বড় অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া মহামারি) ঘোষণা করে।
রাকিব হাসান/এমএসএইচ