সিঙ্গাপুরে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১০ পিএম, ১৫ মার্চ ২০২০

সিঙ্গাপুরে নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছেন চিকিৎসকরা। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সিঙ্গাপুরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংক্রমণের ঘটনা এটি।

দেশটিতে এখন পর্যন্ত মোট ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০৫ জন পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। রোববার নতুন করে যে ১৪ জনকে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে; তাদের মধ্যে অন্তত ৯ জনই বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে এসেছেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গত ৯ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে প্রথমবারের মতো ৩৯ বছর বয়সী এক বাংলাদেশি প্রবাসীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশি ওই প্রবাসী সিঙ্গাপুরের এনসিআইডির আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এর একদিন পর ১১ ফেব্রুয়ারি সেলেটার অ্যারোস্পেস হেইটসের নির্মাণাধীন স্থাপনায় কর্মরত আরও এক বাংলাদেশির শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত করা হয়।

পরে ১৩ ফেব্রুয়ারি ৩৭ ও ৩০ বছর বয়সী আরও দুই বাংলাদেশি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। সিঙ্গাপুরের ওয়ার্ক পাসধারী এ দুই বাংলাদেশিও সেলেটার অ্যারোস্পেসে কর্মরত ছিলেন। ১৫ ফেব্রুয়ারি সেলেটার অ্যারোস্পেস হেইটসে কর্মরত আরও এক বাংলাদেশি করোনায় আক্রান্ত হন। করোনায় আক্রান্ত এই পাঁচ বাংলাদেশির মধ্যে চারজন সুস্থ্য হয়ে উঠলেও এখনও একজন দেশটিতে চিকিৎসাধীন আছেন।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে মোট ৬ হাজার ৩৬ জনের প্রাণ কেড়েছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮৪৪ জন।

সূত্র: রয়টার্স।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।