সাইবার হামলার কবলে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৬ মার্চ ২০২০

সাইবার হামলার শিকার হয়েছে মার্কিন স্বাস্থ্য মন্ত্রণালয়। সপ্তাহজুড়ে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে নানা কার্যক্রমের পরিচালনার সময় মন্ত্রণালয়ের অনলাইন মাধ্যমের ওপর এমন হামলা করা হয়। দেশটির গণমাধ্যম ব্লুমবার্গ সূত্রের বরাতে তাদের অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

তবে ব্লুমবার্গকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রণালয়ের কাজে বাধা সৃষ্টির জন্য এই সাইবার হামলা করা হলেও তাতে সফল হতে পারেননি হামলাকারীরা। আর এটার কারণে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদকে (এনএসসি) পরে টুইট করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হয়ে নানান বিষয় নিশ্চিত করতে হয়েছে।

রোববার রাতে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এক টুইট বার্তায় জানায়, ‘জাতীয়ভাবে কোয়ারেন্টিনে মুঠোফোনে বার্তা আদান-প্রদানের বিষয়টি ভুয়া। এছাড়া দেশজুড়ে কোনো ধরনের অবরুদ্ধ পরিস্থিতি (লকডাউন) জারি করা হয়নি। কোভিড-১৯, করোনোভাইরাস নিয়ে সিডিসি হালনাগাদ তথ্য জানাবে।’

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাইক পম্পেও বলেছেন, ‘সরকার বুঝতে পেরেছে যে ভুয়া সংবাদ ছড়ানো হয়েছে। আর এই টুইট করতে বাধ্য হতে হয়েছে।’ তবে কারা এই সাইবার হামলা চালিয়েছে এ নিয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি কিংবা আনুষ্ঠানিকভাবে এই সাইবার হামলা নিয়ে কোনো মন্তব্য করাও হয়নি।

এদিকে রোববার রাতেই যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) আগামী অন্তত ৮ সপ্তাহ ৫০ এর অধিক মানুষের সমবেত হওয়ার বিরুদ্ধে নির্দেশনা জারি করেছে। করোনোভাইরাসের বিস্তার ঠেকানোর পদক্ষেপ হিসেবে এমন ঘোষণা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার জাতীয় জরুরি অবস্থা জারি করেন।

এসএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।