পাকিস্তানে করোনায় প্রথম মৃত্যু
করোনাভাইরাসে পাকিস্তানে একজন মারা গেছেন। এটি এ ভারাইসে দেশটিতে প্রথম মৃত্যু। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ এশিয়ার দেশগুলো করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ এবং মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরতে মঙ্গলবার একটি ওয়েবসাইট খুলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
সেই ওয়েবসাইটেই এই মৃত্যুর খবরসহ জানানো হয়, পাকিস্তানে এখন পর্যন্ত ১৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের বেশিভাগই ইরান সফর করেছিলেন।
মৃত ব্যক্তির সম্পর্কে দেশটির পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী ইয়াসমিন রশিদ জানান, আক্রান্তকে খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ওই ব্যক্তি সম্প্রতি ইরান থেকে ঘুরে এসেছিলেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।
বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। চীনে নতুন করে আরও ২১ জন করোনায় আক্রান্ত হয়েছে। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩ হাজার ২২৬ জন।
জেডএ/এমএস