কলকাতায় প্রথম করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১১ এএম, ১৮ মার্চ ২০২০

ভারতে কয়েক সপ্তাহ আগেই করোনা হানা দিলেও কলকাতায় প্রথম রোগী পাওয়া গেল মঙ্গলবার। এদিন যুক্তরাজ্যফেরত এক তরুণের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, কলকাতার বাসিন্দা ওই তরুণ যুক্তরাজ্যে পড়াশোনা করেন। তিনি গত ১৫ মার্চ দেশে ফেরেন। দমদম বিমানবন্দরেই তার থার্মাল স্ক্রিনিং হয়। কিন্তু সে সময় করোনার কোনও উপসর্গ ধরা পড়েনি। গত রোববার তিনি জানতে পারেন, সম্প্রতি যুক্তরাজ্যে যে পার্টিতে যোগ দিয়েছিলেন সেখানে উপস্থিত বেশ কয়েকজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। বিষয়টি পরিবারকে জানালে তারা কলকাতার স্বাস্থ্য ভবনে যোগাযোগ করেন। এর মধ্যেই ধীরে ধীরে করোনা আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা যায় ওই তরুণের শরীরে। মঙ্গলবার তার শারীরিক পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।

স্বাস্থ্য কর্মকর্তাদের অভিযোগ, প্রথম দিকে তরুণের পরিবারের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা মেলেনি। যুক্তরাজ্যফেরত হওয়ায় তরুণকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু, তিনি ও তার পরিবার সেই নির্দেশ মানেননি। ফলে গত তিনদিনে কারা তাদের সংস্পর্শে এসেছেন এখন তাদের খুঁজতে হচ্ছে এবং এই তালিকা যথেষ্ট বড়।

ওই তরুণ বর্তমানে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা-মা এবং গাড়িচালককেও আইসোলেশনে রাখা হয়েছে।

ভারতে এ পর্যন্ত অন্তত ১৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। এছাড়া কোয়ারেন্টাইনে রয়েছেন কয়েক হাজার মানুষ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।