করোনা আতঙ্ক : এবার আমিরাতেও বদলে গেল আজানের বাণী
চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসার এখনও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চীনে ভাইরাসটির দাপট কিছুটা কমে আসলেও ইউরোপে এখন ভয়াবহ অবস্থা। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।
মানুষ থেকে মানুষে সংক্রমণ ঠেকাতে প্রত্যেকটি দেশই তার মতো করে ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে জনসমাগম এড়ানোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। মূলত সে লক্ষ্যেই কিছু কিছু দেশে মসজিদে জামাতে নামাজ পড়াকে আপাতত নিরুসাহিত করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতও সেরকমই সিদ্ধান্ত নিয়েছে। তারা সবাইকে মসজিদে না এসে বাড়িতেই বা যেখানে অবস্থান করছেন সেখানে নামাজের জন্য উৎসাহিত করছে। আর এর জন্য আমিরাতে আজানে নতুন বাক্য যুক্ত হয়েছে।
আজানে যুক্ত করা এই নতুন বার্তায় লোকজনকে বাড়িতে থেকে নামাজ পড়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।
ইসলাম ধর্মের রীতিতে মসজিদে গিয়ে নামাজ পড়ার আহ্বান জানিয়ে যে আজান দেয়া হয় তার বাণীতে একটি বাক্য হচ্ছে 'হাইয়া আলা আল-সালাহ' - যার অর্থ নামাজ পড়তে আসুন। ওই অংশটির বদলে নতুন করে মুয়াজ্জিন বলছেন, 'আল-সালাতু ফি বুয়ুতিকুম' - অর্থাৎ বাড়িতে থেকে (অথবা আপনি যেখানে আছেন সেখানে থেকেই) নামাজ পড়ুন।
মুয়াজ্জিনকে এ বাক্যটি দু'বার বলতেও শোনা যায়।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিজ ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে গালফ নিউজ জানাচ্ছে, ওই বিভাগের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা এক বার্তায় বলা হয়, "প্রতিষ্ঠানটির জাতীয় ও সামাজিক দায়িত্বে প্রতি অঙ্গীকার অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে যে দুবাইয়ের সব মসজিদে জামাতে নামাজ পড়া স্থগিত থাকবে, এবং জনগণকে তাদের বাড়িতে থেকে নামাজ পড়তে বলা হবে এবং এই মহামারি মোকাবিলায় আমাদের সাহায্য করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হবে।"
গালফ নিউজ জানায়, এই পোস্টের আরবি সংস্করণে শেষে একটি লাইন জুড়ে দেয়া হয়েছে যাতে বলা হয়, (এ পরিবর্তনের ব্যাপারে আপনাদের সচেতন করতে) এখন মুয়াজ্জিনকে বলতে শোনা যাবে 'বাড়িতে নামাজ পড়ুন'।
এর আগেও কুয়েতেও আজানের শব্দ পরিবর্তন করা হয়েছে।
খালিজ টাইমসের রিপোর্টে বলা হয় 'দ্য জেনারেল অথরিট অব ইসলামিক এ্যাফেয়ার্স এ্যান্ড এনডাওমেন্টস' সোমবার বলেছে, "মসজিদগুলো থেকে মুসল্লিদেরকে নামাজের সময়ের ব্যাপারে সচেতন করতেই শুধু আজান দেয়া হবে। মসজিদের দরজা বন্ধ থাকবে।"
করোনাভাইরাস বা কোভিড নাইনটিন বিস্তার ঠেকানোর জন্য সংযুক্ত আরব আমিরাতে মসজিদে এসে নামাজ পড়া স্থগিত রাখা হয়েছে। এই স্থগিতাদেশের মেয়াদ চার সপ্তাহ।
এনএফ/জেআইএম