কোনও ভিআইপি নেই, বিদেশ থেকে ফিরলেই কোয়ারেন্টাইন: মমতা
যেই হোক না কেন বিদেশ থেকে ফিরলেই তাকে অন্তত দু’সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে ভিআইপি হিসেবে কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি পশ্চিমবঙ্গ সচিবালয় ভবন নবান্নের এক কর্মকর্তার ছেলে বিদেশ থেকে ফিরলেও প্রভাব খাটিয়ে কোয়ারেন্টাইন আদেশ অমান্য করেছেন। একাজে সমর্থন দিয়েছে তার পরিবারও। পরে ওই তরুণ করোনাভাইরাস পজেটিভ শনাক্তও হয়েছেন। এ নিয়ে সেই কর্মকর্তার ওপর ক্ষুব্ধ গোটা নবান্ন। বুধবার বিকেলে এক অনুষ্ঠানে তাদের কাণ্ডজ্ঞান নিয়ে ভর্ৎসনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
তিনি বলেন, ‘আপনার উপসর্গ দেখা দিয়েছে, তারপরও কাণ্ডজ্ঞানহীনের মতো ঘুরে বেড়ালেন। তাতে আরও পাঁচ হাজার লোকের মধ্যে রোগটা ছড়িয়ে গেল। এর চেয়ে অবিবেচকের মতো কাজ আর কিছু হতে পারে না।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘অসুখটা আমার হোক বা আপনার, দয়া করে দেখিয়ে নেবেন। আর নিজেদের আলাদা রাখবেন। এই যে বিদেশ থেকে ফিরে শপিংমলে বেড়াতে গেলাম। সেখানে আমার সংস্পর্শে এসে আরও ৫০০ জন আক্রান্ত হল। হঠাৎ আমি একটা পার্কে চলে গেলাম, আরও ৫০ জন আক্রান্ত হল। আমার পরিবারের কেউ খুব প্রভাবশালী তাই টেস্ট করালাম না, আমি এটাকে সমর্থন করি না।’
তিনি বলেন, ‘যারাই বিদেশ থেকে আসছেন প্রত্যেককে অনুরোধ, নিজেদের একবার পরীক্ষা করান আর ১৫ থেকে ২৭ দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকুন। এখানে কোনও ভিআইপি–এলআইপি নেই। গত কয়েকদিনে ৯৫ হাজার প্রবাসী কলকাতায় ফিরেছেন। যারা আসছেন তাদের স্বাগত। কিন্তু অসুখটাকে স্বাগত জানাচ্ছি না।'
সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘পুলিশকে সবার কাছে যেতে হয়, সংবাদমাধ্যমকেও যেতে হয়। আমরা যারা জনপ্রতিনিধি, তাদেরও যেতে হয়। সবাইকে বলব, দূরত্ব বজায় রাখুন। একদম মুখোমুখি কথা বলা, সামনাসামনি মেশার দরকার নেই। হ্যান্ড স্যানিটাইজ করুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন। শরীর খারাপ হলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান।’
ভারতে এ পর্যন্ত ১৬৯ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, এর মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক। দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত তিনজন। কলকাতায় এখন পর্যন্ত একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস
কেএএ/