ইরানে আরও ১৪৯ মৃত্যু, মোট ১২৮৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৯ মার্চ ২০২০

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আরও ১৪৯ জনের মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সর্বশেষ এই তথ্য জানিয়েছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি বৃহস্পতিবার বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৯ মৃত্যু নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ২৮৪ জন। এছাড়া দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে, নতুন করে আরও ১ হাজার ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।