করোনার ক্ষতি পূরণে ব্যবসায়ীদের ৪ বিলিয়ন ডলার দেবে চেক প্রজাতন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৩ এএম, ২০ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতষ্ঠানগুলোকে সহায়তায় ৪০ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস জানিয়েছেন, বরাদ্দ অর্থের মধ্যে চার বিলিয়ন ডলার সরাসরি সহায়তা ও বাকি অর্থ ঋণ হিসেবে দেবে চেক সরকার।

ইউরোপে দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস। এর ব্যতিক্রম নয় চেক প্রজাতন্ত্রও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৭২ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মাত্র তিনজন। এছাড়া, চিকিৎসাধীন ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিতে। ইতোমধ্যেই দেশটিতে মৃতের সংখ্যা চীনকে ছাড়িয়ে গেছে।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন ৪২৭ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৫ জন। এর একদিন আগেই দেশটিতে প্রাণ হারিয়েছিলেন ৪৭৫ জন কোভিড-১৯ রোগী। এখন পর্যন্ত যেকোনও দেশের জন্য এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩২২ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৩৫ জন।

সূত্র: বিবিসি, ওয়ার্ল্ডওমিটার
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।