যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্ত পাঁচ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ এএম, ২১ মার্চ ২০২০

মাস তিনেক আগে চীনে শুরু হয়েছিল করোনাভাইরাসের মহামারি। এখন তা আতঙ্ক ছড়াতে শুরু করেছে ইউরোপ-আমেরিকায়। গত ২৪ ঘণ্টায় ইতালির মতো যুক্তরাষ্ট্রেও পাঁচ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।

দেশটিতে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৭ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৭৬ জন। এদিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৭ জন।

দেশটিতে এ পর্যন্ত মাত্র ১৪৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। চিকিৎসাধীন ১৮ হাজার ৪৯২ জন। এদের মধ্যে ৬৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

jagonews24

এদিকে, করোনা সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। ফার্মেসি, সুপারশপ বা দৈনন্দিন জীবনযাপনে অপরিহার্য এমন ব্যবসাপ্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ থাকবে। স্থানীয় সময় রোববার রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের বড় অংকের জরিমানা গুনতে হবে।

করোনার বিস্তার রোধে একই ব্যবস্থা নিয়েছে ক্যালিফোর্নিয়াও। সেখানকার গভর্নর গেভিন নিউসম এক বিবৃতিতে বলেছেন, মহামারির সময় সবারই একমাত্র জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া উচিত।

করোনা মোকাবিলায় দুই মাসের জন্য সবধরনের জনসমাগম বা অনুষ্ঠান বাতিলের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। ইতোমধ্যে বেশ কিছু রাজ্য ক্যাফে, বার ও রেস্তোরাঁয় জনসমাগত সীমিত করা হয়েছে। এছাড়া, অন্তত ৩২টি রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার, সিএনএন
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।