জার্মানিতেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে
ইউরোপের দেশ জার্মানিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা এক লাফে অনেক বেড়েছে। গতকাল দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ৭০৫টি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী দেশটির রবার্ট কোট ইনস্টিটিউট তথ্য জানিয়েছে।
তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী জার্মানিতে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ২১ হজার ৬৮২।