আমিরাতে ৪ বাংলাদেশিসহ করোনায় নতুন আক্রান্ত ১৩

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০১:০২ এএম, ২২ মার্চ ২০২০

সংযুক্ত আরব আমিরাতে শনিবার চার বাংলাদেশিসহ আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

আক্রান্তদের মধ্যে চারজন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি, তিনজন যুক্তরাজ্যের, একজন করে রয়েছে পর্তুগাল, পোল্যান্ড ও আমেরিকার নাগরিক। এই নিয়ে আরব আমিরাতে কোভিড-১৯ এ মোট আক্রান্তের সংখ্যা ১৫৩ জন। এদের মধ্যে শনিবার নতুন সাত জন রোগীসহ মোট ৩৮ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন।

এর আগে দেশটির আইন মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে জানায়, সংযুক্ত আরব আমিরাতে কোয়ারেন্টাইন লঙ্ঘনকারীকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার থেকে এক লাখ দিরহাম জরিমানা করা হবে।

গত সপ্তাহ থেকে বিভিন্ন দেশ থেকে আমিরাতে ফিরে আসা যাত্রীদের ১৪ দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন দেয়া হয়েছে।

দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।