ইরানে ২৪ ঘণ্টায় আরও ১২৯ প্রাণ কাড়ল করোনা
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে আরও ১২৯ জনের প্রাণহানি ঘটেছে। এ নিয় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৫ জনে। চীন, ইতালি, স্পেনের পর ইরানে করোনার ভয়াবহ প্রকোপ শুরু হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপোর বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন এক হাজার ২৮ জন। এছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭ হাজার ৯১৩ জন।
ইরানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন অন্তত ২১ হাজার ৬৩৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ধরা পরার পর বিশ্বের ১৮৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বজুড়ে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ২৬৩ এবং মারা গেছেন ১৩ হাজার ৫৮২ জন। সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৯৫ হাজার ৮৯২ জন।
বৈশ্বিক এই মহামারির ছোবল পৌঁছেছে বাংলাদেশেও। গত ৮ মার্চ বাংলাদেশে এই ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর রোববার পর্যন্ত ২৭ জন সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং মারা গেছেন দুজন।
সূত্র : এএফপি।
এসআইএস/এমকেএইচ