করোনায় কলকাতায় প্রথম মৃত্যু, বহু আক্রান্ত হওয়ার শঙ্কা
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় প্রথমবার একজনের মৃত্যু হয়েছে। ৫৭ বছর বয়সী ওই ব্যক্তি সোমবার সল্টলেকের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মৃত ওই ব্যক্তির সাম্প্রতিক বিদেশযাত্রার কোনও রেকর্ড নেই। তবে গত ২৬ ফেব্রুয়ারি এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে বিলাসপুর গিয়েছিলেন এবং ২ মার্চ পুনে-হাওড়া চলাচলকারী একটি ট্রেনে কলকাতায় ফেরেন। ধারণা করা হচ্ছে, ট্রেনেই কারও মাধ্যমে ভাইরাস আক্রান্ত হয়েছেন তিনি।
করোনায় মৃত ওই ব্যক্তি কলকাতা রেলের উচ্চপদস্থ কর্মকর্তা। কলকাতায় ফিরে তিনি পাঁচদিন অফিস করেছেন। ১০ মার্চ অসুস্থ হয়ে পড়ার আগে স্ত্রীর সঙ্গে শপিংমলে গেছেন। হাসপাতালে ভর্তি হওয়ার আগে দুই চিকিৎসক তাকে দেখেছেন। একজন ল্যাবকর্মী বাড়িতে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করেন। এক্স-রে করাতে পাশের একটি ডায়াগনস্টিক সেন্টারেও যান ওই ব্যক্তি। সেসময় রিকশাচালক এবং ডায়াগনস্টিক সেন্টারের কর্মীরা তার সংস্পর্শে আসেন।
এছাড়া বিয়েবাড়িতে কয়েকশ মানুষের সংস্পর্শে গেছেন ওই ব্যক্তি। তাদের মধ্যেও অনেকে একই ট্রেনে ফিরেছেন। তাদের সবাইকে দ্রুত চিহ্নিত করা প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধের আত্মীয়-স্বজন ও পরিচিতদের মধ্যেও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তার সংস্পর্শে ঠিক কতজন এসেছেন, তা এখনও নিশ্চিত নয়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
কেএএ/জেআইএম