করোনা: ফ্রান্সে একদিনে আরও ২৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৮ এএম, ২৫ মার্চ ২০২০

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ২৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১১শ’তে পৌঁছেছে। এদিন নতুন আরও ২ হাজার ৪৪৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৩০৪ জন।

ফ্রান্সের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে এ পর্যন্ত ৩ হাজার ২৮১ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চিকিৎসাধীন আরও ১৭ হাজার ৯২৩ জন। এদের মধ্যে অন্তত ২ হাজার ৫১৬ জনের অবস্থা গুরুতর।

তবে কর্মকর্তাদের ধারণা, দেশটিতে করোনা আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কারণ, সেখানে শুধু গুরুতর উপসর্গ দেখা দিলে তাদেরই করোনা টেস্ট করানো হচ্ছে।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো ধরা পড়ে নভেল করোনাভাইরাস। ইতোমধ্যেই বিশ্বের অন্তত ১৯৬টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন চার লাখেরও বেশি মানুষ, মারা গেছেন অন্তত ১৮ হাজার ৫৮৩ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১ লাখ ৮ হাজার ৩০০ জন।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার, আল জাজিরা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।