আমিরাতে সুপারমার্কেট ও ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ১১:১১ এএম, ২৫ মার্চ ২০২০

সংযুক্ত আরব আমিরাতের ফার্মেসি, সমবায় সমিতি, গ্রোচারি স্টোর এবং সুপারমার্কেটসহ খুচরা খাবার বিক্রয় কেন্দ্রগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। তবে দোকানের ভেতরে ক্রেতার সংখ্যা মোট ক্ষমতার ৩০ শতাংশের বেশি থাকতে পারবে না। ক্রেতাদের সামাজিক দূরত্ব নির্দেশিকা অনুযায়ী দুই মিটার নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।

স্বাস্থ্য ও প্রতিরোধ মন্ত্রণালয় এবং জাতীয় জরুরি সঙ্কট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, এনসিইএমএ-এর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট জায়গাগুলোর কর্মীদের অবশ্যই উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত সতর্কতামূলক স্বাস্থ্য এবং সুরক্ষা বিধি মেনে চলতে হবে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ২২ হাজার ৬১৩ এবং মারা গেছেন ১৮ হাজার ৮৯১ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৮ হাজার ৮৭৯ জন।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।