করোনা আতঙ্কে ইরাক থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৬ মার্চ ২০২০

ইরাকে মোতায়েন সব সেনাসদস্যকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় সাময়িকভাবে ফ্রান্স সেনাসদস্যদের সরিয়ে নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় বলছে, ইরাকে দেশটির প্রায় একশ’ সেনা মোতায়েন ছিল। সৈন্য সরিয়ে নিলেও জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা ফ্রান্স অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

এদিকে, ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, ফরাসি সৈন্যরা এরই মধ্যে ইরাক ত্যাগ করেছে। এর আগে, করোনার কারণে গত সপ্তাহে ইরাকে মোতায়েনকৃত সেনাদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্যও। একই কারণ দেখিয়ে চেক সামরিক বাহিনী ইরাক থেকে তাদের সেনাদলও সরিয়ে নিয়েছে।

তারা বলেছেন, ফ্রান্সে ২৫ হাজারের বেশি ব্যক্তি করোনায় কবলে পড়েছেন আর মারা গেছেন এক হাজার ৩০০ জনের বেশি। ইরাকে এখন পর্যন্ত ৩৪৬ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী এই করনোভাইরাসের উৎপত্তি হয়। চীনে ৩ হাজার ২৮৭ জনের প্রাণ কেড়ে নিয়ে এই ভাইরাস এখন বিশ্বের ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চীন করোনার বিস্তার ঠেকাতে সক্ষম হলেও বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯১ হাজার ৭৭৫ এবং মৃত ২২ হাজার ১৭৪ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৩ জন।

সূত্র : ডেইলি মেইল।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।