মৃত্যুপুরী ইতালিতে ২৪ ঘণ্টায় ৭১২ জনের মৃত্যু

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৫ পিএম, ২৬ মার্চ ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের আঘাতে ইতালিতে ক্রান্তিলগ্ন চলছে। প্রতিদিন মৃতুর মিছিল দীর্ঘ হচ্ছে। বাড়ছে সবার মনে আতঙ্ক। বন্দিজীবনে প্রায় ৬ কোটি জনগণ। এরমধ্যে বাংলাদেশিরাও আজ হোম কোয়ারান্টাইনে রয়েছে।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় আরও ৭১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে হাজার ৮ হাজার ২১৫ জনে। একদিনে নতুন আক্রান্ত ৬ হাজার ১৫৩। দেশটিতে গুরুতর অসুস্থ রোগীর সংখ্যা ৩ হাজার ৬১২।

চিকিৎসা শেষে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৩৬১। মোটা আক্রান্ত রোগীর সংখ্যা ৮০ হাজার ৫৩৯। চিকিৎসাধীন ৬২হাজার ১৩ জন।

অন্যদিকে চীনা ও ইতালির পর মৃতুর লাইন লম্বা হচ্ছে স্পেনেও। সেখানে একদিনে করোনায় কেড়ে নেয় ৬৫৫ জনের প্রাণ। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪ হাজারেরও বেশি। আক্রান্ত রোগীর সংখ্যা মোটা ৫৬ হাজার ১৯৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭হাজার ১৫ জন।

বৃহস্পতিবার একদিনে ৬ হাজার ৬৮২ জন। সরকার নানা পদক্ষেপ নেয়ার পরও মৃতু যেন কমছে না। ভালো নেই স্পেনে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।