করোনা দুর্যোগের মধ্যেই ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭ এএম, ২৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে সৃষ্ট আতঙ্কজনক পরিস্থিতির মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল দ্বীপরাষ্ট্র ফিলিপাইন। দেশটির সারাঙ্গানি প্রদেশে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে প্রদেশের মাসিম শহরের অদূরে ভূপৃষ্ঠের ৪৯ কিলোমিটার গভীরে এটি অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর না মিললেও এতে ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

করোনাভাইরাসের কারণে এমনিতেই দেশটিতে কোয়ারেন্টাইনে থাকছেন লোকজন। এই ভূমিকম্প সেই কোয়ারেন্টাইন ভঙ্গ করে অনেককে রাস্তায় নামতে বাধ্য করেছে বলেও জানা গেছে।

চীনের উহান থেকে ছড়িয়ে বৈশ্বিক মহামারিতে পরিণত করোনাভাইরাসে ফিলিপাইনে ৭০৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৪৫ জনের মৃত্যু হয়েছে। যদিও এর প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন সাংবাদিকরা।

হাসপাতালগুলো জানিয়েছে, সন্দেহজনক হওয়ায় শত শত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এখন নিজেরাই কোয়ারেন্টাইনে।

এইচএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।