বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৫ লাখের ওপর, একদিনে বাড়ল ৫৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৫ এএম, ২৭ মার্চ ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ লাখের কোটা পেরিয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৫৪ হাজার। ফলে বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২০ হাজার ৩৬০ জন। গতকাল এটি ছিল ৪ লাখ ৬৬ হাজার ৭৫৯ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৯৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে সেটি। এতে মারা গেছেন অন্তত ২৩ হাজার ৫৯৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে প্রায় আড়াই হাজার।

করোনায় গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপে। বিশেষ করে ইতালি, স্পেন ও ফ্রান্সে।

গতকাল ইতালিতে করোনাভাইরাসে প্রাণ হারিয়েছিলেন ৬৮৩ জন। আজ মারা গেছেন তার চেয়েও বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৭১২ জনের। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২১৫ জন। এছাড়া, নতুন রোগী শনাক্ত হয়েছেন ৬ হাজার ২০৩ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ৫৮৯ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯৮ জন, নতুন রোগী ৬ হাজার ৬৮২। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৯৭ জন, মৃত্যু ৪ হাজার ১৪৫ জনের।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৬৫ জন, নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় চার হাজার। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৫৫ জনে পৌঁছেছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৬৯৬ জনের।

করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে যুক্তরাষ্ট্রেও। এদিন দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮৭১ জন, মারা গেছেন ১১৬ জন। সেখানে এখন মোট আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ৮২, মৃত্যু ১ হাজার ১৪৩ জনের।

মৃতের সংখ্যা কম হলেও এখনও আক্রান্তের সংখ্যায় সবার ওপর চীন। দেশটিতে এ পর্যন্ত ৮১ হাজার ১৮৫ জনের শরীরে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস, মারা গেছেন ৩ হাজার ২৮৭ জন। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইতালি ও যুক্তরাষ্ট্র রোগীর সংখ্যায় চীনকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ওয়ার্ল্ডওমিটার
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।