করোনার বিরদ্ধে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন নমস্তে’ শুরু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ২৭ মার্চ ২০২০

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে করোনার বিরদ্ধে লড়াইয়ে শুক্রবার থেকে সারা দেশে ‘অপারেশন নমস্তে’ শুরু করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভান।

তিনি বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে তার বাহিনী সরকারকে সহায়তা করবে। ভারতীয় সেনাবাহিনী এ লড়াইয়ের নাম দিয়েছে ‘অপারেশন নমস্তে’। এছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় ৮টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে সেনাবাহিনী।

সেনাপ্রধান বলেন, ভারতীয় সেনাবাহিনী এর আগেও সব অপারেশনে সফল হয়েছে, ‘অপারেশন নমস্তে’ও সফলতার সঙ্গে সম্পন্ন করবে।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার ভারতজুড়ে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের বিস্তাররোধে মঙ্গলবার রাত ১২টা থেকে ভারতজুড়ে লকডাউন শুরু হয়।

এদিকে লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভারতে আরও ৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭২৪ জনে।

এর মধ্যে ৪৭ জন বিদেশি নাগরিক রয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়া ভারতে সবমিলিয়ে করোনায় ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।