দুবাইয়ে বাড়ির বাইরে যেতে লাগবে অনলাইন নিবন্ধন
করোনাভাইরাস মোকাবিলায় আমিরাত সরকার এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে দেশটির নাগরিকদের বাড়ির বাইরে যেতে লাগবে অনলাইন নিবন্ধন। খাবার বা ওষুধ কেনার জন্য বাড়ির বাইরে যাওয়ার জন্য অনুমতি নিতেই একটি ওয়েবসাইট চালু করেছে।
শুধুমাত্র যারা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন এবং যাদের আবেদন মঞ্জুর করা হয়েছে তারাই বাড়ি বাইরে যেতে পারবে। জীবাণুমুক্তকরণ কর্মসূচির সময় জনগণের সুরক্ষা নিশ্চিত করতে এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
জ্বালানি, যোগাযোগ, চিকিৎসা, পুলিশ, সেনাবাহিনী, ওষুধ, বিদ্যুৎ ও জল, বিমানবন্দর ও অভিবাসন, ব্যাংকিং, গণমাধ্যম এবং নির্মাণ ক্ষেত্রগুলিতে কিংবা যারা গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত তাদের ওয়েবসাইটে নিবন্ধন করা লাগবে না। তবে তাদেরকে অবশ্যই এমিরেটস আইডি এবং কাজের আইডি কার্ডগুলি বহন করতে হবে।
move.gov.ae ওয়েবসাইটে নিবন্ধন করতে ব্যবহারকারীদের প্রথমে তাদের ফোন নম্বরটি নিবন্ধন করতে হবে। প্রক্রিয়া শেষ করতে তাদের নম্বরে এসএমএসের মাধ্যমে একটি ওপিটি কোড দেয়া হবে পরে ব্যবহারকারীরা তাদের আমিরাত আইডি, গাড়ির নিবন্ধন দেবে এবং বাড়ি থেকে বের হওয়ার কারণ, গন্তব্য এবং সময় লিখতে হবে। প্রক্রিয়াটি শেষ হয়ে গেলে ব্যবহারকারীরা নিবন্ধনের নিশ্চিতকরণের জন্য একটি এসএমএস পাবে।
এমআরএম/পিআর