২০ ‘রক্ষিতা’ নিয়ে জার্মান হোটেলে থাই রাজার আইসোলেশন
করোনাভাইরাস সংক্রমণের শঙ্কায় জার্মানিতে সেলফ-আইসোলেশনে গিয়েছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন। রাজাদের রাজকীয় ব্যাপার! আইসোলেশনের জন্য জায়গা হিসেবে তিনি বেছে নিয়েছেন জার্মানির একটি বিলাসবহুল হোটেল। একটা-দুটো রুম নয়, পুরো হোটেলটাই ভাড়া করেছেন থাই রাজা। আবার সঙ্গে নিয়ে গেছেন ২০ জন রক্ষিতাকেও।
সম্প্রতি জার্মান সাময়িকী বিল্ড জানায়, সেলফ আইসোলেশনের জন্য জার্মানির দক্ষিণাঞ্চলীয় রাজ্য বাভারিয়ার সোনেনবিচল গ্রান্ড হোটেল বুকিং দিয়েছেন ভাজিরালংকর্ন। এর জন্য স্থানীয় প্রশাসনের অনুমতিও নিয়েছেন তিনি। আর সেখানে ৬৭ বছর বয়সী রাজার সঙ্গে উঠেছেন ২০ জন রক্ষিতাও। তবে হোটেলে তার চতুর্থ রানি আছেন কি না তা জানা যায়নি।
জার্মানিতে নিজের ‘সেকেন্ড হোম’ গড়েছেন রাজা মহা ভাজিরালংকর্ন। বছরের বেশিরভাগ সময় তিনি সেখানেই কাটান। গত ফেব্রুয়ারির পর থেকে অবশ্য তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
এদিকে, রাজার এমন কর্মকাণ্ডে খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির আইন অনুযায়ী রাজার বিরুদ্ধে কেউ অপমানসূচক কথা বললে তার ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। এরপরও বহু মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার কড়া সমালোচনা করেছেন।
থাইল্যান্ডে এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ১ হাজার ৩৮৮ জন, মারা গেছেন সাতজন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৪৩ জন, মারা গেছেন একজন।
সূত্র: ডেইলি মেইল
কেএএ/