প্রশ্ন করায় সাংবাদিকের ওপর চটলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ৩০ মার্চ ২০২০

কিছু অঙ্গরাজ্যের গভর্নরদের নিয়ে নিজের একটি মন্তব্যের ব্যাপারে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর ক্ষেপে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন করার মাঝেই তিনি ওই সাংবাদিককে থামিয়ে দেন। এমনকি দ্বিতীয় প্রশ্ন করারও সুযোগ দেননি তিন।

রোববার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনাভাইরাস নিয়ে ব্রিফিং চলকালে বাধার সম্মুখীন হন পিবিএসের সাংবাদিক ইয়ামিকে অ্যালসিন্দর।

ফক্স ‍নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির কিছু অঙ্গরাজ্যের গভর্নরদের সমালোচনা করে বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবে তাদের যা দরকার তার চেয়ে বেশিই চাচ্ছেন তারা।

এই বিষয় নিয়ে কথা বলার শুরুতেই সাংবাদিক অ্যালিন্ডরকে থামিয়ে দেন ট্রাম্প। এমন প্রশ্নে চটে গিয়ে বলেন, ‘আপনারা কেন (এসব ব্যাপারে) অন্যদের (প্রশ্ন) করেন না। কেন আপনারা করেন না…একটু ইতিবাচক কিছু। সবসময় আপনাদের একই চেষ্টা। আপনি আসলে জানেন ব্যাপারটি কী?’

এরপর আরেকটু বিরক্তি প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘এসব কারণেই বোধহয় কেউ মিডিয়াকে বিশ্বাস করে না।’

এরপর দ্বিতীয় প্রশ্ন করতে উদ্যত হন সাংবাদিক অ্যালসিন্দর। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এই বলে থামিয়ে দেন যে, এখানে আরও অনেক সাংবাদিক উপস্থিত আছে, তাদেরও তো সুযোগ দিতে হবে। তিনি তাদেরকেও সুযোগ দিতে চান।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক লাখ ৪২ হাজার জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে প্রায় আড়াই হাজার।

সূত্র : ডেইলি মেইল

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।