আমিরাতে করোনায় আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত মোট ৬১১
সংযুক্ত আরব আমিরাতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১১ জনে। এছাড়া মারা গেছেন দুইজন। আর সুস্থ হয়ে উঠেছেন তিনজন।
সোমবার (মার্চ ৩০) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬১১ জন। মৃত্যুবরণ করেছেন আগের তিনজনসহ মোট পাঁচজন। আর নতুন তিনজনসহ ৬১ জন সুস্থ হয়ে উঠেছেন।
বিএ