‌‌‌‌‌‘কোভিড-১৯’ নামে কবিতা লিখলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ এএম, ৩১ মার্চ ২০২০

অডিও শুনুন

গোটা বিশ্ব যে মহামারি ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত, সেই ভাইরাসকে নিয়ে কবিতা লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। বিশ্বের সাত লক্ষাধিক মানুষকে আক্রান্ত এবং ৩৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভাইরাসটির সংক্রমণে হওয়া রোগের নামই তিনি দিয়েছেন কবিতার শিরোনাম। তার কবিতার নাম ‘কোভিড-১৯’।

কলকাতার একটি দৈনিক লিখেছে, মমতা বন্দোপাধ্যায় কাজের মানুষ, কাছেরও মানুষ। দিনভর হাজারও কাজের ব্যস্ততা সামলে কাব্যচর্চা তার অবসরের সঙ্গী। শুধু তাই নয়, যে কোনো সংকটময় পরিস্থিতিতে তিনি নিজের কলমটা হাতে তুলে নেন তিনি। অসংখ্য কবিতা লিখেছেন তিনি। নোটবন্দি, এনআরসি কিংবা সিএএ নিয়েও তার কবিতা আছে। এবারও তাই হল।

কোভিড ১৯ শিরোনামে মমতা বন্দোপাধ্যায়ের লেখা কবিতার ছত্রে ছত্রে বিষন্নতা আর আক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যারেয়র লেখা কবিতাটি নিচে তুলে ধরা হলো–

কোভিড ১৯

বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা
মানুষ, মানুষ থেকে দূরে।
ছোঁয়া যাবে না– স্নেহের পরশকে।

কালও যা ছিল –
হাতের ছোঁয়ায় আশীর্বাদ,
আজ তা পরশমণির
স্পর্শ থেকে বাদ।

এ কি ভয়ার্ত বেশ…
সারা বিশ্ব এক থেকে অন্যে-
সন্দিহান অবকাশের নিশিরাত্রি!
মাত্র দুমাসের পৃথিবীর
হাওয়া বদল!
দেখা হল কথা হল না!
মনটায় মেঘের ছায়া,
চুলগুলো উদভ্রান্ত!
কারো সাথে দেখা হল-
কথা হচ্ছে না।
সারা পৃথিবীটা-
বদলে গেল।
বদলে গেল মানসিকতা-
সবাই দূরে দূরে।
দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।
সারা বিশ্ব আজ বিশ্ব পণ্ডিত!
কিন্তু পারলো না-
একটা ভাইরাসকে দমন করতে?
হার মানলো সারা বিশ্ব?

সবার মুখ দেখা
সবার জন্য বন্ধ।
সব গবেষণাকে
জব্দ করলো
একটা মাত্র শব্দ
করোনা, কোভিড ১৯।

এসএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।