স্থগিত হতে পারে দুবাই এক্সপো

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫১ এএম, ৩১ মার্চ ২০২০

স্থগিত হতে পারে ‘দুবাই এক্সপো ২০২০’। আধুনিক বিশ্বের সবচেয়ে বড় এ আয়োজন চলতি বছরের ২০ অক্টোবর শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু করোনাভাইরাসের কারণে সারাবিশ্ব আজ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার ফলে আসন্ন এ এক্সপো সাময়িক স্থগিত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আয়োজক সংস্থা।

সোমবার (৩০ মার্চ) এক্সপো আয়োজক সংযুক্ত আরব আমিরাত স্থানীয় গণমাধ্যমে জানিয়েছে, আয়োজনে অংশ নিতে যে ১৯২টি দেশ নিশ্চিত করেছিল সেইসব রাষ্ট্রের সাথে এবং এক্সপো কমিটির সাথে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এক্সপো কমিটি ও অংশগ্রহণ নিশ্চিত করা দেশগুলো আয়োজন সাময়িক স্থগিত করার ব্যাপারে একমত পোষণ করেছে।

বিশ্বের সকল দেশই এই মুহূর্তে করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে গুরুত্ব দিচ্ছে। বৈশ্বিক স্বাস্থ্য সংকট থেকে রক্ষা পেতে সকল দেশ কাজ করছে। এমতাবস্থায় ‘দুবাই এক্সপো ২০২০’ সাময়িক স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

১৯২টি দেশের নিজস্ব প্যাভেলিয়ান নিজস্ব দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরার কথা রয়েছে। দুবাই এক্সপোতে ২৫ মিলিয়ন দর্শনার্থী থাকার কথাও ছিল।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।