ফ্রান্সে টানা চতুর্থদিন মৃত্যুর রেকর্ড, ৪ হাজার ছাড়াল প্রাণহানি
টানা চতুর্থদিনের মতো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল ফ্রান্স। বুধবার দেশটিতে মারা গেছেন আরও ৫০৯ জন, যা এখন পর্যন্ত সেখানকার সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জন।
ফরাসি স্বাস্থ্য সংস্থার পরিচালক জেরোম সলোমন জানিয়েছেন, ফ্রান্সে এপর্যন্ত প্রায় ৫৬ হাজার করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন ২৪ হাজার ৬৩৯ জন। এদের মধ্যে ৬ হাজার ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক।
এর আগে, মঙ্গলবার দেশটিতে মারা গিয়েছিলেন ৪৯৯ জন। এদিন মৃত্যুসংখ্যায় চীনকেও ছাড়িয়ে যায় তারা।
তবে, ফ্রান্সে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। কারণ, একমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদেরই গণনায় ধরছে ফরাসি সরকার। এর বাইরে মৃতদের হিসাব এখনও পাওয়া যায়নি।
সূত্র: ফ্রান্স২৪
কেএএ/