জীবাণুমুক্ত কর্মসূচির সময় কোনো গাড়ি চলবে না আমিরাতে

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪১ পিএম, ০২ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জীবাণুমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে গত ২৬ মার্চ থেকে, যা চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত।

প্রতিদিন রাত ৮টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলা এই কর্মসূচির সময় ফার্মেসি, রেস্টুরেন্ট ও খাদ্যদ্রব্যের দোকান ছাড়া সব বন্ধ রাখতে হবে। এ সময় জরুরি প্রয়োজনে অনলাইনে নিবন্ধন করে গাড়ি নিয়ে বাইরে বের হওয়ার সুযোগ ছিল।

কিন্তু বুধবার (৩১ মার্চ) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিজ্ঞপ্তিতে অনলাইনে নিবন্ধন বাতিল করেছেন। এখন থেকে কোনো ব্যক্তিকে আর অনুমতি দেয়া হবে না। খাদ্য, ওষুধ বা গ্যাস, প্রশাসন, রাষ্ট্রীয় গণমাধ্যমসহ সরকারি গুরুত্বপূর্ণ গাড়ি চলাচল করার সুযোগ পাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকের সুরক্ষার কথা চিন্তা করে কঠোর হতে হয়েছে। এই কঠোরতার সুফল নাগরিকরাই পাবেন। আশা করি জনসাধারণ আইনটি মেনে সহায়তা করবে।

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৬৬৪ জন মোট আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গেছেন একজন। মঙ্গলবার (মার্চ ৩১) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তথ্য মতে, আমিরাতে সর্বমোট আক্রান্ত ৬৬৪ জন। মৃত্যুবরণ করেছেন আগের পাঁচজনসহ মোট ছয়জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৬১ জন। এদিকে দেশটির বাণিজ্যনগরী দুবাইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।

এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।