পর্যটন ভিসার মেয়াদ পেরোলেও জরিমানা করবে না আমিরাত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন
মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন , আমিরাত প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৯ পিএম, ০২ এপ্রিল ২০২০

সংযুক্ত আরব আমিরাতে ভিসা সংক্রান্ত সকল জরিমানা মওকুফ করা হয়েছে। রেসিডেন্সি এবং ভিজিট ভিসাধারীদের মেয়াদ শেষ হয়ে গেলেও জরিমানা দিতে হবে না।

বুধবার (১ এপ্রিল) থেকে রেসিডেন্সি ও পর্যটন ভিসায় থাকা লোকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও আরও তিন মাস সময় দেয়া হয়েছে।

দেশটির রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্সের (জিডিআরএফএ) ডিরেক্টর মেজর জেনারেল মোহাম্মদ আহমদ আল মারি স্থানীয় টেলিভিশনের এক সাক্ষাৎকার এসব বলেন।

সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৮১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আটজন।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।