সিএনএনের উপস্থাপিকা করোনাভাইরাসে আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০২ এএম, ০৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দ্রুতগতিতে দেশটিতে বাড়ছে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এবার এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন দেশটির সংবাদ মাধ্যম সিএনএন-এর উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন।

শুক্রবার (৩ এপ্রিল) ইনস্টাগ্রাম নিজের অ্যাকাউন্টে এক পোস্টে এ খবর জানান তিনি। শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি টেস্ট করেন। রিপোর্ট পজিটিভ আসে।

ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমি ঠিক আছি। এটা হঠাৎ করেই গতকাল দুপুরে এসেছে। সর্দি, ব্যথা, জ্বর।’

এর আগে, সিনএনএনের আরেক উপস্থাপকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার নাম ক্রিস কুয়োমো।

ব্রুক বাল্ডউইন সংবাদমাধ্যমটির নিউইয়র্ক সিটি অফিসে কাজ করেন। তিনি সব নিয়ম-কানুন মেনে চলছেন এবং শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দার সামনে ফিরবেন বলে জানিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টে।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৭ হাজার ৩৯২ জনের। এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত প্রায় ১১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। আর ৫৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।