করোনার বিধি-নিষেধ না মানায় গুলি করে হত্যা
করোনাভাইরাসের বিধি-নিষেধ না মেনে গ্রামের কর্মকর্তা এবং পুলিশকে কাস্তে নিয়ে হামলার হুমকি দেয়ায় ফিলিপাইনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়ে বলছে, করোনাভাইরাস তল্লাশি চৌকিতে এসে ৬৩ বছর বয়সী ওই ব্যক্তি হুমকি দিয়েছিলেন।
পুলিশ বলছে, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় এসে দেশটির দক্ষিণাঞ্চলীয় আগুসান দেল নর্তে প্রদেশের নাসিপিত শহরের তল্লাশি চৌকিতে পুলিশ ও গ্রাম্য কর্মকর্তাদের হুমকি দিয়েছিলেন।
মাস্ক না পরার কারণে গ্রামের এক স্বাস্থ্য কর্মী ওই ব্যক্তিকে সতর্ক করে দিয়েছিলেন। এতে ওই ব্যক্তি রেগে যান এবং গালিগালাজ করতে থাকেন। এমনকি ওই কর্মকর্তার ওপর কাস্তে নিয়ে হামলা চালান। ঘটনাস্থলে পুলিশের এক সদস্য তাকে শান্ত করার চেষ্টা করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারের আরোপিত বিধি-নিষেধ না মানায় এটিই দেশটিতে প্রথম পুলিশি হত্যাকাণ্ড।
এর আগে, গত বুধবার দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে যারা ঝামেলা তৈরি করবেন, তাদেরকে গুলি করতে পুলিশ ও সামরিক বাহিনীকে নির্দেশ দেন।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, এটা খুবই সঙ্কটপূর্ণ সময়। সরকারের নির্দেশনা মেনে চলুন। স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের কোনো ধরনের ক্ষতি করবেন না...কারণ এটা গুরুতর অপরাধ। যদি কেউ ঝামেলা তৈরি করেন এবং তাদের জীবনকে ঝুঁকিতে ফেলেন, তাহলে পুলিশ এবং সেনাবাহিনীর প্রতি আমার নির্দেশ, তাদেরকে গুলি করে হত্যা করুন।
ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ বলছে, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ৭৬ রোগীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ৯৪ জনে পৌঁছেছে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১৪৪ জন।
সূত্র : আলজাজিরা।
এসআইএস/এমকেএইচ