গ্রামের নাম করোনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৬ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে এখন বিশ্বজুড়ে মৃত্যুর মিছিল। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন। চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী ৬৯ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এতে আক্রান্ত হয়েছে প্রায় ১৩ লাখ।

এখন বলতে গেলে করোনার ধাক্কায় থেমে গেছে গোটা বিশ্ব। চারদিকে শুধু মৃত্যুমিছিল আর আতঙ্ক। এই যখন অবস্থা, তখন নিজেদের গ্রামের নামটাই বদলে ফেলতে চাইছেন পুরো গ্রামবাসী। কারণ, তাদের গ্রামের নাম ‘করোনা’।

আল্পস পাহাড়ের পাদদেশে অস্ট্রিয়ার একটি ছোট্ট গ্রাম, যার নাম ‘সেন্ট করোনা’। গ্রামটিতে ৪০০ পরিবারের বসবাস। এই গ্রামের বাসিন্দারাও করোনা আতঙ্কে এখন গৃহবন্দি। ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে এ গ্রামের অনেকের শরীরে। তাই গ্রামের নাম পরিবর্তনের পক্ষে গ্রামবাসীরা। তাদের এ প্রস্তাবে সায় দিয়েছেন মেয়র মাইকেল গুরুবও।

মনোরম পরিবেশের কারণে অস্ট্রিয়ার এই ছোট্ট গ্রামটি বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। সারা বছরই এখানে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এই গ্রামের অর্থনীতিও মূলত পর্যটননির্ভর।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, অস্ট্রিয়াতেই করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে সাত হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে মারাত্মক অর্থনৈতিক সঙ্কটের সম্মুখীন সেন্ট করোনা নামের এই গ্রামের বাসিন্দারা। তাই আপাতত গ্রামের নাম বদলানোর কথাই ভাবছে ‘সেন্ট করোনা’র প্রশাসন।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।