হাসপাতালে মৃত্যুহার কমছে ফ্রান্সে, বাড়বে লকডাউনের সময়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পিএম, ০৬ এপ্রিল ২০২০

ফ্রান্সে টানা দ্বিতীয় দিনের মতো হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত রোগীর মৃত্যুহার কমেছে। রোববার দেশটিতে মারা গেছেন আরও ৩৫৭ জন। এর আগের দিন সেখানে মৃত্যু হয়েছিল ৪৪১টি। এ নিয়ে দেশটিতে হাসপাতালে মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৮৮৯টি।

কমেছে আইসিইউতে ভর্তির হারও। শনিবার ফ্রান্সে আইসিইউতে নেয়া হয়েছিল ৫০২ জনকে। রোববার নেয়া হয়েছে ৩৯০ জনকে। সেখানে মোট ৬ হাজার ৯৭৮ জন রোগী আইসিউতে চিকিৎসাধীন।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ফ্রান্সে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৭৮০ জন। মারা গেছেন ৮ হাজার ৯৩ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ হাজার ৩৯৩ জন।

এদিকে, করোনার বিস্তার ঠেকাতে গত ১৭ মার্চ থেকে লকডাউন চলছে ফ্রান্সে। কিন্তু মহামারি এখনও নিয়ন্ত্রণে না আসায় এর সময়সীমা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

কেএএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।