লকডাউনে মদ না পেয়ে রঙ-বার্নিশ পান, ভারতে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০২ পিএম, ০৬ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড) সংক্রমণ এড়াতে শহরজুড়ে চলমান লকডাউন। খাবার ও ‍ওষুধসহ জরুরি পণ্য ছাড়া সব কিছুর প্রতিষ্ঠান বন্ধ। স্বাভাবিকভাবে মদের দোকানও বন্ধ। কিন্তু মাতালের কি আর সেই জ্ঞান আছে। তার মদ চায়-ই চায়।

লকডাউন চলাকালে কোথাও মদ না পেয়ে নেশার ঘোরে রঙ ও বার্নিশ পান করে ভারতে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির তামিলনাড়ু রাজ্যের চেঙ্গেলপাট্টু শহরে রোববার এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, কোভিড-১৯ সংক্রমণ এড়াতে ভারতে ২৫ মার্চ থেকে লকডাউন চলছে। এর আওতায় স্বাস্থ্য ও খাদ্যসহ জরুরি পণ্য ব্যতীত সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মদের দোকানও। তবে ওই তিন ব্যক্তি মদ না পেয়ে নেশার ঘোরে রঙ ও বার্নিশ খেয়ে ফেলেন। এতে তারা বমি করা শুরু করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

এর আগে লকডাউন চলাকালে মহারাষ্ট্রের নাগপুরে মদ না পেয়ে হতাশায় এক রিকশাচালক গায়ে আগুন ধরিয়ে দেন।

কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা চিন্তা করে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কেরালা সরকার। কেরালা সরকারের ঘোষণা অনুযায়ী, যাদের করোনার উপসর্গ নেই এবং এ মর্মে চিকিৎসকের কাগজপত্র দেখাতে পারবেন, তাদের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে মদ। তবে এ বিষয়ে পরবর্তীতে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।