কোয়ারেন্টাইনের দিনগুলোতে প্রেম!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৯ পিএম, ০৬ এপ্রিল ২০২০

করোনা সংকটে নিরলস পরিশ্রম করে যাওয়া মেডিকেলকর্মীদের সম্মান জানাতে অনেকের মতোই যুক্তরাষ্ট্রের ওরিগনে জানালায় দাঁড়িয়ে শব্দ করছিলেন ফিলিপ কার্কল্যান্ড নামে এক যুবক। হঠাৎ চোখ পড়ে নিচতলার এক তরুণী দিকে। তিনিও একইভাবে শব্দ করে শ্রদ্ধা জানাচ্ছিলেন চিকিৎসক-নার্সদের। মেয়েটির কাণ্ড-কারখানায় এতটাই মুগ্ধ হন ফিলিপ যে তাকে ওয়াইন পান করানোর প্রস্তাব দেন। একটু দ্বিধাদ্বন্দ্ব থাকলেও রাজি হতে বেশি দেরি করেননি তিনি।

তবে লকডাউনের সময় পাশাপাশি বসে তো পান করার সুযোগ নেই। তাই দূরত্বের বাধা কাটাতে ওপরতলা থেকেই ওয়াইন ঢেলে দেন ফিলিপ। আর নিচতলায় গ্লাস পেতে কায়দা করে তা সংগ্রহ করেন নিকোল হাডসন নামে ওই তরুণী। এমন অভূতপূর্ব দৃশ্য নজর এড়ায়নি প্রতিবেশীদের। তাদেরই কেউ হয়তো ভিডিও করে শেয়ার করেন টুইটারে। আর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেটি।

বাস্তবে এ জুটির সম্পর্ক প্রণয়ে রূপ নিয়েছে কি না তা জানা না গেলেও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নিউ কোয়ারেন্টাইন কাপল’ বলে খেতাব পেয়েছেন তারা।

এদিকে, ফিলিপ-নিকোলের আগেই নেটে প্রেমের ঝড় তুলেছেন ব্রুকলিনের এক জুটি। করোনার হানায় পুরো লকডাউন এই এলাকাটি। বাইরে বের হওয়ায় রয়েছে কড়া নিষেধাজ্ঞা। একদিন বারান্দায় বসে থাকতে গিয়ে জেরেমি কোহেনের চোখ পড়ে পাশের বাসার ছাদে। এক তরুণী নাচছিল সেখানে। তার নাচে মুগ্ধ হয়ে হাত নাড়েন জেরেমি। সঙ্গে সঙ্গে সাড়াও দেয় মেয়েটিও।

jagonews24

তাদের মধ্যে দূরত্ব এত বেশি ছিল, কেউ কারও মুখটাও ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না। এর মধ্যেই দারুণ এক আইডিয়া আসে পেশায় ফটোগ্রাফার জেরেমির মাথায়। একটা কাগজে নিজের ফোন নম্বর লিখে ড্রোনের সঙ্গে আঁটকে সেটা ওই তরুণীর ছাদে পাঠিয়ে দেন। ড্রোনে থাকা ক্যামেরায় মেয়েটিকে দেখেই প্রেমে পড়ে যান জেরেমি। কপাল ভালো তার, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। মেয়েটিই ফোন করে জেরেমিকে। জানা হয়, তার নাম টরি সিগনারেলা। কিছুক্ষণ পরেই সোজা ডিনার ডেটের প্রস্তাব দিয়ে বসেন জেরেমি। হাসিমুখেই তাতে সম্মতি দেন টরি।

কিন্তু সেখানেও কোয়ারেন্টাইনের বাধা। এ কারণে জেরেমি তার বারান্দায় আর টরি তার বাসার ছাদে বসে ভিডিওকলেই সারেন নিজেদের প্রথম ডেটিং। এ ঘটনার ভিডিও টুইটারে শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় সেটি। এক ভিডিওতেই রীতিমতো বিখ্যাত হয়ে যায় এ যুগল। নেটিজেনরা ভালোবেসে তাদের নাম দেয় ‘কোয়ারেন্টাইন কাপল’।

তাদের দেখে অনেকেই আশায় বুক বেঁধেছেন, কোয়ারেন্টাইন মানুষ আটকাতে পারে, ভালোবাসা নয়। হয়তো এই মৌসুমে তার জীবনেও শুরু হবে নতুন কোনও কাহিনি!

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।