করোনার রোগী বাঁচাতে ভেন্টিলেটর বানালো ভারতের রেল
করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ হলো ভেন্টিলেটর মেশিন। কিন্তু এই মেশিনের স্বল্পতা দেখা যাচ্ছে প্রায় সব দেশেই। এ অবস্থায় ভারতের রেল মন্ত্রণালয় তৈরি করল ভেন্টিলেটর, যার নাম দেয়া হয়েছে 'জীবন'।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির রেল তাদের কপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে এই ভেন্টিলেটর বানিয়েছে। এ ছাড়া করোনার চিকিৎসার নানা সরঞ্জাম তৈরি হচ্ছে দেশটির রেলের বিভিন্ন কারখানায়।
পুরো ভারতে আগামীতে যেন এই ভেন্টিলেটরের চাহিদা পূরণ করা যায় তাই আরও বেশিসংখ্যক এই মেশিন বানানোর সাহায্য চেয়েছিলেন সংশ্লিষ্টরা।
জেডএ/জেআইএম