সিঙ্গাপুরে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ
সিঙ্গাপুরে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক নতুন বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। দেশজুড়ে করোনার বিস্তার ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্যক্তিগত বা গণপরিসর উভয় ক্ষেত্রেই জনসমাগমে নিষেধাজ্ঞা আনা হয়েছে। করোনাভাইরাস মূলত মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটে। তাই যতটা সম্ভব এখন সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত। দেশটিতে নতুন নিষেধাজ্ঞার কারণে পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবদের সঙ্গেও একত্র হওয়া যাবে না।
গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিধিমালা সংসদে পাস করা হয়েছে। অপরদিকে বুধবার থেকেই এ সংক্রান্ত নতুন আইন জারি হয়েছে।
দেশটিতে সার্কিট ব্রেকার নামে পরিচিত করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবেই নতুন এই আইন জারি করা হয়েছে।
আগামী ৪ মে পর্যন্ত এই আইন জারি থাকবে। সিঙ্গাপুরে এখন পর্যন্ত কমপক্ষে ১ হাজার ৪৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ৬ জন।
এদিকে দেশটিতে অভিবাসীদের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সেখানে মঙ্গলবার ৪৭ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে৷ সবমিলিয়ে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা মোট ১৮৯ জন।
টিটিএন/পিআর