সুইজারল্যান্ডে একদিনে করোনায় আক্রান্ত আরও ৫৪৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৮ এপ্রিল ২০২০

গত কয়েক সপ্তাহ ধরে বিশ্বে করোনাভাইরাস সংক্রমণের অন্যতম কেন্দ্রস্থল হয়ে উঠেছে ইউরোপ। এ অঞ্চলের দেশগুলোতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ইতোমধ্যেই করোনার হানায় রীতিমতো মৃত্যুপুরীতে পরিণত হয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স। পিছিয়ে নেই নিকটবর্তী অন্য দেশগুলোও।

প্রতিবেশীদের তুলনায় কিছুটা কম হলেও সুইজারল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৫৪৭ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজর ৭৮৯ জন।

সুইজারল্যান্ডের ফেডারেল অফিস অব পাবলিক হেলথের তথ্যমতে, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭০৫ জন।

করোনা সংক্রমণ প্রতিরোধে ইতোমধ্যেই সবধরনের সরকারি-বেসরকারি অনুষ্ঠান বাতিল করেছে সুইস কর্তৃপক্ষ। অতিজরুরি কাজ ছাড়া বাইরে বের হওয়ায় দেয়া হয়েছে কড়া নিষেধাজ্ঞা।

শুধুমাত্র সুইজারল্যান্ডের বাসিন্দা ও নাগরিক এবং জরুরি কাজের প্রয়োজন থাকা ব্যক্তিরা ছাড়া বাকি সবার জন্যই দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করেছে সুইস সরকার।

সূত্র: সিএনএন

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।