তিন পিস মাস্ক চুরির দায়ে তিন মাসের জেল
গত কয়েক মাসে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে অন্যতম উপকরণ হয়ে উঠেছে মুখের মাস্ক। এর কার্যকারিতা কতটুকু তা নিয়ে বিতর্ক থাকলেও ব্যবহার থেমে নেই। বরং প্রাণরক্ষার তাগিদে বিশ্বব্যাপী এর চাহিদা বাড়ছে হু হু করে। ফলে অনেক হাসপাতালেই দেখা দিয়েছে মাস্ক-পিপিই সংকট। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের একটি হাসপাতাল থেকে মাস্ক চুরির দায়ে তিনমাসের কারাদণ্ড হয়েছে এক ব্যক্তির।
জানা যায়, গত রোববার ৩৪ বছর বয়সী ওই ব্যক্তি দক্ষিণ লন্ডনের কিংস কলেজ হাসপাতাল থেকে তিন পিস সার্জিক্যাল মাস্ক চুরি করতে গিয়ে নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন। পরে তাকে পুলিশে হস্তান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।
চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই ব্যক্তিকে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত।
এদিকে, করোনাভাইরাস মহামারিতে ধীরে ধীরে ইতালি-স্পেনের মতো মৃত্যুপুরী হতে চলেছে যুক্তরাজ্যও। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৯৩৬ জন। মহামারি শুরুর পর থেকে সেখানে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
যুক্তরাজ্য স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন প্রায় ৬০ হাজার, মারা গেছেন ৭ হাজার ৯৫ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন অন্তত ৩৩২ জন।
সূত্র: সিএনএন, মেট্রো
কেএএ/