স্ত্রী-সন্তানকে সুরক্ষিত রাখতে গাড়িতেই দিনযাপন করোনা চিকিৎসকের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ এএম, ০৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম। এই ভাইরাস পরিবার-পরিজন থেকে আপন মানুষকেও দূরে ঠেলে দেয়। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের এক চিকিৎসকের জীবনে। তিনি পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে চিকিৎসা শেষে বাড়িতে না গিয়ে নিজের গাড়িতেই দিনযাপন করছেন।

তার নাম শচীন নায়েক। তিনি মধ্যপ্রদেশের ভোপালের জেএন হাসপাতালের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক। করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলার জন্য নাওয়া-খাওয়া ভুলে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।

শুধু পরিবার-পরিজনের সংক্রমণের আশঙ্কার কথা মাথায় রেখে গাড়িতেই অস্থায়ী আশ্রয়স্থল বানিয়ে ফেলেছেন করোনা রোগীদের এই চিকিৎসক।

বাড়িতে স্ত্রী এবং শিশুসন্তান রয়েছে শচীনের। তাদের সংক্রমণ থেকে দূরে রাখতেই হাসপাতালের কাজ শেষে বাড়িতে যাওয়াও ছেড়ে দিয়েছেন তিনি।

হাসপাতালে সামনে দাঁড় করিয়ে রাখা ব্যক্তিগত গাড়িকেই অস্থায়ী আবাস বানিয়েছেন এই চিকিৎসক। করোনা দুর্যোগকালে পরিজনদের সঙ্গে তার যোগাযোগের একমাত্র ভরসা ভিডিও কল।

তার গাড়ির ভেতরই রয়েছে প্রচুর বই এবং নানা অত্যাবশ্যকীয় জিনিসপত্র। যা দেখলে প্রাথমিকভাবে একটি বাড়ির বসার ঘর মনে হতেই পারে।

শচীন নায়েক বলেন, করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা থেকে নিজের সন্তান ও স্ত্রীকে দূরে রাখতে চাই তাই এই সিদ্ধান্ত।

ইতোমধ্যে এই চিকিৎসকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইট করে করোনাযোদ্ধাকে কুর্নিশ জানিয়েছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।