লকডাউন মুক্ত হতে পারে ভারতের ৮২ জেলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪২ এএম, ০৯ এপ্রিল ২০২০

করোনার ছোবলে বিপর্যস্ত গোটা বিশ্ব। চীন থেকে উৎপত্তি লাভ করা এ ভাইরাস এখন ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। সর্বোচ্চ ভয়াবহতা দেখিয়েছে ইতালিতে। ভাইরাসের বিস্তার রোধে অন্যান্য অনেক দেশের মতো লকডাউন চলছে ভারতেও।

ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। প্রাথমিকভাবে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি রয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, লকডাউনে কিছু জায়গায় আংশিক ছাড় দেয়া হতে পারে। এ সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ভারতের ৮০ শতাংশ উৎপাদন হয় দেশের ৮২টি জেলায়। সরকারের কড়া নিয়ন্ত্রণে এই জেলাগুলোতে ফের শুরু হতে পারে উৎপাদন। পাশাপাশি যে জেলাগুলোতে এখনও করোনা ভাইরাসে আক্রান্ত কারও সন্ধান পাওয়া যায়নি সেই উৎপাদনশীল জেলাগুলোতে ফের শুরু হতে পারে উৎপাদন।

এছাড়া যেসব জায়গায় সংক্রমণের হার কম সেখানে ১৪৪ ধারা জারি করে কিছু কিছু এলাকাকে মুক্ত করতে পারে। তবে যে স্কুল, কলেজ, ধর্মীয় স্থান, শপিং মল সিনেমা হল ৩১ মে অবধি পুরোপুরি বন্ধই থাকছে বলে এখনও মত।

বিশেষজ্ঞদের মতে লকডাউন শেষ হওয়ার পর কারখানায় ফের উৎপাদনশীলতা ফিরে স্বাভাবিক হতেও অনেকটা সময় লাগবে। গাড়ির যন্ত্রাংশ তৈরি করে যে কোম্পানি, সমস্ত কর্মচারীকে ফিরিয়ে সাপ্লাইচেন ঠিক হতে দু মাস সময় লেগে যাবে ৷ এভিয়েশন ও এক্সপোর্টের মতেও বিষয়টা ঠিক এরকমই হবে ৷ অটো কোম্পানিগুলোর মতে লকডাউন শেষ হয়ে যাওয়ার পরেও ম্যানুফাকচারিং ঠিক হতে দুমাস সময় লাগবে ৷

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।