আমাজনের আরও এক আদিবাসী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৯ এপ্রিল ২০২০

আমাজনের গভীর অরণ্যে বসবাসকারী কোকামা আদিবাসীর একজন তরুণীর প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছিল গত সপ্তাহে।

এবার সেই বনের আরেক আদিবাসী দল ইয়ানোমামির এক কিশোর করোনায় আক্রান্ত হয়েছে। তার বয়স মাত্র ১৫। তাকে উত্তর ব্রাজিলের রাজ্য রোরাইমার রাজধানী বোয়া ভিস্তার একটি হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী লুই হেনরিক ম্যানডেট্টার বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, নতুন করে ইয়ানোমামির একজনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

“আমাদের আদিবাসীদের নিয়ে আরও সতর্ক হতে হবে, বিশেষ করে তাদের নিয়ে যারা বহির্বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন”,- বলছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

খবরে বলা হয়, ব্রাজিলের পক্ষ থেকে আদিবাসীদের মধ্যে ইতোমধ্যে কমপক্ষে সাতজন আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে।

প্রায় ৮ লাখ আদিবাসীদের বসবাস ব্রাজিলে। দেশটিতে কমপক্ষে ৩০০টি আদিবাসী দল আছে। ইয়ানোমামিরা সংখ্যায় প্রায় ২৭ হাজার। তারা ‘ফেস পেইন্ট’ এবং ‘পিয়ারসিং’ এর জন্য পরিচিত।

এর আগে আক্রান্ত কোকামা উপজাতির ২০ বছরের তরুণীর বসবাস ছিল ব্রাজিল-কলম্বিয়া সীমান্তের কাছাকাছি স্যান্টো আন্তোনিও দো ইকা জেলায় একটি আদিবাসী গ্রামে। ওই গ্রামে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে। এই গ্রামের আরও চারজনের দেহে করোনার উপস্থিতি মিলেছে। তারা অবশ্য উপজাতির সদস্য নন। আক্রান্তদের মধ্যে একজন ডাক্তার রয়েছেন। মনে করা হচ্ছে, ওই গ্রামে মানুষের সেবা করতে যাওয়া ওই ডাক্তারের শরীর থেকেই আক্রান্ত হয়েছেন গ্রামের ওই লোকেরা।

কুড়ির শতকের মাঝমাঝি পর্যন্ত ইয়ানোমামিরা বহির্বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল। ফলে ১৯৭০ সালে ম্যালেরিয়ায় বিধ্বস্ত হয়েছিল এই উপজাতি।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।