করোনায় জার্মানিতে ২৪ ঘণ্টায় ২৪৬ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৮ পিএম, ০৯ এপ্রিল ২০২০

ইউরোপের দেশ জার্মানিতে প্রাণঘাতী নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৬ জন মারা গেছেন। এছাড়া এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৭৪ জন।

বৃহস্পতিবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯৬ জনে পৌঁছেছে। সংক্রমণের সংখ্যা চারদিনের মতো কমে আসার পর গত তিনদিন ধরে আবারও দেশটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

নতুন ২৪৬ জন নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ১০৭ জনে পৌঁছেছে।

এদিকে, অস্তিত্ব শনাক্ত হওয়ার মাত্র একশ দিনের মাথায় বিশ্বের ২০৯টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ অতিক্রম করেছে। এছাড়া এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৮৮ হাজারের বেশি মানুষের।

করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর বুধবার একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে। বুধবার যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণ হারিয়েছেন রেকর্ড এক হাজার ৮৫০ এবং যুক্তরাজ্যে ৯৩৮ জন।

কিন্তু এর বিপরীতে উল্টো চিত্র আছে দক্ষিণ কোরিয়া এবং নিউজিল্যান্ডে। এ দুই দেশে পুরোপুরি লক ডাউন কার্যকর, পরীক্ষা ও কোয়ারেন্টাইন নিশ্চিত করায় করোনার বিস্তার এবং প্রাণহানি কমেছে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহাে করোনাভাইরাসের প্রথম রোগী পাওয়া যায়। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৬৭ জন। কিন্তু বিশ্বজুড়ে সেই সংখ্যা ১৫ লাখ।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।