স্পেনে ১৫ হাজার ছাড়াল প্রাণহানি, একদিনে আরও ৬৮৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৯ এপ্রিল ২০২০

করোনাভাইরাস মহামারিতে মৃত্যু উপত্যকায় পরিণত হওয়া স্পেনে ১৫ হাজার ছাড়িয়ে গেছে প্রাণহানির সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬৮৩ জন। তবে, গত দু’দিনের তুলনায় আজকের মৃত্যুহার কিছুটা কমেছে।

বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৫৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িছে ১ লাখ ৫২ হাজার ৪৪৬ জন। সেখানে মারা গেছেন মোট ১৫ হাজার ২৮৩ জন।

ইতালির মতো স্পেনও গত কয়েক সপ্তাহ ধরে মারাত্মকভাবে করোনাভাইরাস সংক্রমণে ভুগছে। তবে সাম্প্রতিক হিসাব অনুসারে ধারণা করা হচ্ছে, শিগগিরই হয়তো দেশটিতে এর প্রকোপ কমতে শুরু করবে।

এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। আক্রান্তের দিক দিয়ে সবার ওপরে অবস্থান যুক্তরাষ্ট্রের; দেশটির সোয়া চার লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ১৮ হাজার মৃত্যু নিয়ে সবচেয়ে বেশি প্রাণহানি ইতালিতে।

সূত্র: আল জাজিরা

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।