সিঙ্গাপুরে বাড়ছে করোনার প্রকোপ, একদিনে রেকর্ড ২৮৭ রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৯ এপ্রিল ২০২০

সিঙ্গাপুরে হঠাৎই বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৮৭ জন রোগী শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটিই সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ রোগী শনাক্তের রেকর্ড।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সেখানে ৩২ বছর বয়সী এক ভারতীয় নাগরিক মারা যান। পরে তার শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে মোট ছয়জনের মৃত্যু হয়েছে৷

দেশটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১০ জন৷ নতুন আক্রান্তদের মধ্য তিনজন বহিরাগত, ২৮৪ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন৷ ২১৯ জনের আগে আক্রান্তদের সঙ্গে যোগসূত্র পাওয়া গেছে।

এদিন আরও ৫৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন৷ এই নিয়ে দেশটিতে করোনামুক্ত হয়ে ওঠা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০ জন।

সিঙ্গাপুরে ৮৮৪ জন করোনা আক্রান্ত হয়ে এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷ এদের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে৷

কেএএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।