থাইল্যান্ডে একদিনে আক্রান্ত আরও অর্ধশত, মৃত্যু ১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১০ এপ্রিল ২০২০

থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে তিনজন বহিরাগত বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার থাই কর্তৃপক্ষ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে অন্তত ২৭ জন পুরনো রোগীদের সঙ্গে সম্পর্কিত। আটজন কীভাবে আক্রান্ত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়।

দেশটিতে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৪৭৩ জন, মারা গেছেন অন্তত ৩৩ জন। আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবার শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৮৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এতে আক্রান্ত হয়েছেন ১৬ লাখেরও বেশি মানুষ, মারা গেছেন অন্তত ৯৫ হাজার ৭৩৫ জন।

তবে জার্মানির গটিনজেন ইউনিভার্সিটির দুই গবেষকের দাবি, এখন পর্যন্ত করোনা আক্রান্তের সে হিসাব পাওয়া গেছে তা মোট আক্রান্তের মাত্র ছয় শতাংশ। অর্থাৎ, বাকি ৯৪ শতাংশ রোগীর তথ্য এখনও অজানা। সে হিসাবে বিশ্বজুড়ে অন্তত দুই থেকে চার কোটি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র: আল জাজিরা, ডেইলি মেইল

কেএএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।